অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুর পরিদর্শনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত জেলা প্রশাসক
সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার অবৈধ স্থাপনা পরিদর্শন শেষে ইব্রাহীমপুর গ্রামে পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
মঙ্গলবার সকাল ৯টায় তিনি লঞ্চঘাট এলাকার অবৈধ স্থাপনা সরেজমিন পরিদর্শন করেন। পরে সুরমা নদীর উত্তরপাড়ের ইব্রাহীমপুর গ্রামের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং পূর্বপাড়া জামে মসজিদে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক লঞ্চঘাট এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে যাত্রী ছাউনি নির্মাণের আশ্বাস দেন। পাশাপাশি গ্রামের মরমী কবি এলাহীবক্স মুন্সীর মাজার, রাস্তা-ঘাটের উন্নয়ন ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস প্রদান করেন।
সকালের প্রচণ্ড বৃষ্টিপাত উপেক্ষা করে জেলা প্রশাসকের আগমনকে স্বাগত জানান গ্রামবাসী। গ্রামের প্রবীণেরা ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে। স্বাধীনতার পর এই প্রথম কোনো জেলা প্রশাসকের আগমনে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন ইব্রাহীমপুরবাসী।
পরিদর্শনকালে শত শত মানুষ এলাকার বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের আগমন ও বৃষ্টির মধ্যেও তাঁর আন্তরিকতা দেখে বিস্মিত ও আনন্দিত হন গ্রামবাসী। তারা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদে বসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, সাংবাদিক, গল্পকার ও গবেষক আকরাম উদ্দিন, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবিদুর রহমান, সাবেক সভাপতি আলী আজগর ও শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ।







