এমসি কলেজ ক্যাম্পাস থেকে সব পোস্টার-ব্যানার সরালো ছাত্রদল
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে কলেজ ছাত্রদল। সম্প্রতি অনুষ্ঠিত কাউন্সিলের প্রচারণার জন্য ক্যাম্পাসে লাগানো সব পোস্টার, ব্যানার এবং লিফলেট সরিয়ে নিয়েছে সংগঠনটি।
সোমবার (১১ আগস্ট) অনুষ্ঠিত হয় এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল। এর আগে গত শনিবার থেকে ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন লাগিয়ে প্রচারণা চালানো হয়েছিল। এই প্রচার সামগ্রীগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হলেও ছাত্রদল নেতারা আগেই জানিয়েছিলেন যে কাউন্সিল শেষ হলেই তারা এগুলো সরিয়ে নেবেন। প্রতিশ্রুতি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা এই প্রচার সামগ্রীগুলো তুলে ফেলে ক্যাম্পাসকে আগের রূপে ফিরিয়ে দেন।
এই বিষয়ে কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি খান মোহাম্মাদ সামি বলেন, “কলেজটা আমাদের, তাই এর পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের। কাউন্সিলের জন্য পোস্টার-ব্যানার লাগানো হয়েছিল, যেহেতু কাউন্সিল সম্পন্ন হয়েছে তাই কলেজের পরিবেশের কথা চিন্তা করে আমরা সব প্রচার সামগ্রী সরিয়ে ফেলেছি।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ জানান, “কেন্দ্রীয় নির্দেশনা এবং কলেজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরাও ছাত্র, তাই চাই কলেজের পরিবেশ সুন্দর থাকুক। সাধারণ শিক্ষার্থীরা যাতে কোনো ভোগান্তি বা অস্বস্তিতে না পড়েন, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সংগঠনের নেতারা বলছেন, ক্যাম্পাসের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের স্বস্তি নিশ্চিত করা এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি এর মাধ্যমে তারা দলের একটি ইতিবাচক ভাবমূর্তি নিশ্চিত করতে চান।







