কুলাউড়ার হাজীপুরে একই রাতে ৪টি গরু চুরি, রাত হলেই আতঙ্ক
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে কৃষক মছব্বির মিয়ার একই রাতে ৪টি গরু চুরি হয়েছে। শনিবার গভীর রাতে ইউনিয়নের রজনপুর গ্রামে এই ঘটনা।
এ বিষয়ে প্রতিবেশী বাবুল মিয়া দৈনিকসিলেট ডটকমকে জানান, ইউনিয়নের রজনপুর গ্রামে মরহুম ছমেদ মিয়ার ভাতিজা আব্দুল মতিনের ভাই মছব্বিরের বাড়িতে শনিবার গভীর রাতে চোরেরা হানা দেয়। বাড়ির লোকজন ঘুমিয়ে থাকাবস্থায় গরু চোরেরা ৪টি গরু নিয়ে যায়। গরুগুলোর মুল্য আনুমানিক ৩ লাখ টাকা হবে। একসাথে এতোগুলো গরু চুরির ঘটনায় পরিবারে আহাজারি চলছে।ভুক্তভোগীর সাথে আলাপ কালে তিনি বলেন, এটাই আমার শেষ সম্বল ছিলো, আমি আমার পরিবার নিয়ে এখন দিশেহারা, পুরো এলাকায় আবারও গরু চুরির আতংক উদ্বেগ দেখা দিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রবিবার সকাল সোয়া ১০টায় হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমেদ চৌধুরী বুলবুল জানান, এ বিষয়ে আজকে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে যাবো। বিষয়টি তুলে ধরা হবে।








