বানিয়াচংয়ে মিজানের মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল নেতা মিজানুর রহমান মিজানের মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা উপজেলা সদরের কাজী মহল্লা জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মরহুমার রূহের মাগফিরাত, পরিবারের কল্যাণ এবং সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা শহিদুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইয়াজ উদ্দিন রাসেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, উপজেলা ওলামাদলের সহ-সাধারণ সম্পাদক মৌলভী দিলোয়ার হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সবুজ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদল নেতা মিন্টু মিয়া, কাজী মাওলানা মোকারম হোসেন সুহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে উপজেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও ওলামাদলের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মিজানুর রহমান মিজান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার মায়ের জন্য যারা দোয়া করেছেন এবং পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মহান আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”








