ব্র্যাকের ‘ক্লিনিং অ্যান্ড অ্যাডভোকেসি ক্যাম্পেইন উদ্বোধন
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাটে তিন দিনব্যাপী ‘ক্লিনিং অ্যান্ড অ্যাডভোকেসি ক্যাম্পেইন’ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ব্রাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষের স্বাস্থ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। সচেতনতার মাধ্যমেই এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন নতুন নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ বিষয়ে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তন কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব ফেলছে। স্বাস্থ্য ও কৃষি- দুটিই এ সমস্যার সঙ্গে সম্পৃক্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, ব্র্যাকের জেলা সমন্বয়ক আতাউর রহমান, এলাকা ব্যবস্থাপক ফরিদ-উজ-জামান, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মকর্তা পার্থ সরকার সহ ব্র্যাক চুনারুঘাট শাখার কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা বের করা হয় এবং পরিবেশ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।








