মাধবপুরে মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হবিগঞ্জের মাধবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের পাঠকপ্রিয় জাতীয় দৈনিক মানবকণ্ঠ-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার অভিজাত রেস্টুরেন্ট হাইওয়েইন-এর কনফারেন্স হলে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবকণ্ঠের মাধবপুর প্রতিনিধি এম এ কাদের।
প্রধান অতিথি ছিলেন মানবকণ্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ শরীফ চৌধুরী। তিনি বলেন,“সংবাদ জগতে মানবকণ্ঠ গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। মাধবপুর প্রতিনিধি এলাকার সমস্যা, উন্নয়ন, অর্থনীতি ও রাজনীতিসহ সকল বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখবে বলে আমি আশাবাদী।”
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা গ্রাম উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন-মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কয়েস আহমেদ সালমান, সাংবাদিক জালাল উদ্দিন লস্কর, মোঃ শাহীন মিয়া, মঈন উদ্দিন উজ্জ্বল,মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শ্রীবাস সরকার,সাংগঠনিক নারায়ণ সরকার নয়ন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেলাল। স্বাগত বক্তব্য রাখেন মাধবপুর মডেল প্রেসক্লাবে’র সহ সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিনিধি মুজাহিদ মসি। আলোচনা শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দরা।







