লিডিং ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
লিডিং ইউনিভার্সিটির ৭২তম সিন্ডিকেট সভা বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।সভায় লিডিং ইউনিভার্সিটির অর্থ কমিটির ১৮তম সভাসহ অন্যান্য সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, শিক্ষক ও কর্মকর্তাদের চাকরি বর্ধিতকরণ, পদত্যাগ এবং চাকরি থেকে অব্যহতি, নিয়োগ, পদোন্নতি এবং শিক্ষার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সদস্য প্রফেসর প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সরকার কর্তৃক মনোনীত সদস্য মোছা. রোখছানা বেগম (অনলাইনে), লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবির, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, উপাচার্য মনোনীত সদস্য লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান, আমন্ত্রিত সদস্য পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, এবং সিন্ডিকেট সদস্য সচিব লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।







