শাবিপ্রবি স্বপ্নোত্থানের ১৬তম জন্মবার্ষিকী পালিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের ১৬ জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৮ অগাস্ট) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরআগে গত ১ অগাস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ে আনন্দ র্যালি এবং কেক কাটার মাধ্যমে এ জন্মবার্ষিকী পালন করেন সংগঠনটির নেতারা।
এ উপলক্ষে গত ২ অগাস্ট সিলেটের চৌহাট্টায় ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা, গেমস, গণিত বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
এবিষয়ে অনুভূতি ব্যক্ত করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপূর্ব বলেন, “আজকের প্রোগ্রাম আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভাই-আপুরা এতদূর থেকে এসে আমাদের সাথে স্বপ্নোত্থানের জন্মদিন পালন করেছেন, বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছেন, আমাদের পুরস্কার দিয়েছেন।”
স্বপ্নোত্থানের সভাপতি মামুন হোসেন বলেন, “স্বপ্নোত্থান প্রতিবছর চেষ্টা করে জন্মদিনের আনন্দটুকু সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ভাগাভাগি করার, তারই ধারাবাহিকতায় ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমাদের এই প্রচেষ্টার সাথে যারা যুক্ত ছিলেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা।”







