শাবিপ্রবিতে স্টুডেন্ট এইডের ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্ট এইড সাস্টের উদ্যোগে ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ক্যারিয়ার ইনসাইট নামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রোগ্রামের সঞ্চালনা করেন সংগঠনটির কোষাধ্যক্ষ শুয়াইব আহমেদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন সভাপতি মোঃ শাকিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির ফোজিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মোহাম্মদ সালাহ উদ্দিন এবং চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোঃ আবু বকর সিদ্দিক।
বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ বক্তা ড. সালাহ উদ্দিন একজন সফল গবেষক হওয়ার জন্য করণীয় বিষয়ে আলোকপাত করেন। প্রধান অতিথি ড. নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জীবনে সফল ক্যারিয়ার গড়তে পরিশ্রম, কঠোর অধ্যাবসায়, এক্সট্রা-কারিকুলার কার্যক্রমে অংশগ্রহণসহ ইতিবাচক গুণাবলি অর্জনের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি নেশা, অহেতুক আড্ডা ও পর্নোগ্রাফির মতো নেতিবাচক দিক থেকে দূরে থাকার পরামর্শ দেন।
প্রায় একশত শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রামে শিক্ষার্থীরা বক্তাদের অভিজ্ঞতা ও পরামর্শ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করে।







