সাস্ট সায়েন্স অ্যারেনার নতুন সভাপতি মেহেদী ও সম্পাদক জহিরুল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম বিজ্ঞানভিত্তিক সংগঠন সাস্ট সায়েন্স অ্যারেনার ২০তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান মেহেদী ও সম্পাদক হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো জহিরুল ইসলাম মনোনীত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বিদায়ী সভাপতি মো. সিরাজুল হক আবির এবং সাধারণ সম্পাদক মাহমুদা আঞ্জুম ঐশী নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে ধারাবাহিকতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
কমিটিতে মহাপরিচালক মো. রাহী রায়হান তূর্য, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম রনি ও আব্দুল আল রাফি।
এছাড়া নেতৃত্বে রয়েছেন কোষাধ্যক্ষ মৃদুল কৌশিক রাজবংশী, সহকারী সাধারণ সম্পাদক সাজেদ আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ এলমা মুস্তাসফিয়াত, সাংগঠনিক সম্পাদক নওরিন জাহান ও তারেক রহমান, দপ্তর সম্পাদক অর্ঘ্য কানুনগো, একাডেমিক পরিচালক রবিউল ইসলাম রেফাত ও রুদ্র, প্রকাশনা ও ম্যাগাজিন পরিচালক সাইমুম মুবিন শাওন ও মালিহা নুসরাত, এবং গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক মিসবাহুর রহমান জাহিদ।
এছাড়াও অলিম্পিয়াড ও দক্ষতা উন্নয়ন, ভিজ্যুয়াল আর্টস, আইটি, কর্মশালা, স্টাডি সার্কেল, স্কুল ইভেন্টসহ বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পেয়েছেন বহু শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছেন সামিনা আফরিন নিশা, ফারিয়া জাহান শ্রাবণী, সামিরা ইসলাম, সুমাইয়া আক্তার শিপা, শারমিন সুলতানা শিরিন, জাকিয়া নওরিন তন্নী, লতিফুজ্জামান নোমান, নুসরাত জাহান, জেরিন তাসনিম সুচি, নাইমা মুস্তাক, জুয়েল রানা, মাসুদা আক্তার অকসা, তাসনিয়া তাবাসসুম, হাসানুল বান্নাহ, শেখ ফারদিন, আদিব মোল্লাহ, মো. আব্দুস সামাদ, ফাতেমা আক্তার, মোহসিনা তাসনিম, সাইম ইসলাম, মুশফিকুর রহমান, তাকওয়া বিন ফারুক ও তাহেরা খাতুন।







