সাস্টে ফেনী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ৭ম কার্যনির্বাহী কমিটি গঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) ফেনী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৮ আগস্ট অনলাইনে অনুষ্ঠিত এক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. নারায়ণ সাহা, ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় পূর্ববর্তী কমিটির কার্যক্রম পর্যালোচনা শেষে নতুন নেতৃত্বকে আগামী দিনের কার্যকর দিকনির্দেশনা দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মাহমুদ হাসান সায়েম (ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ২০২০-২১) এবং সাধারণ সম্পাদক হয়েছেন হুমায়রা হিম (অ্যানথ্রোপোলজি, ২০২০-২১)।
অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা
সহ-সভাপতি: মুজাহিদুল ইসলাম সাজ্জাদ, ফারদিন মোশাররফ, অভিজিৎ পাল, সাইদা সাজিয়া কালাম ও শিফাত রহমান।
সহকারী সাধারণ সম্পাদক: শাহরিয়ার মোস্তাক মাহি ও মো. নাহিদুল ইসলাম।
কোষাধ্যক্ষ: মো. ইউনুস কবির; সহকারী কোষাধ্যক্ষ: মাসফিক আদনান।
সাংগঠনিক সম্পাদক: মো. মেহেরাজ হোসেন; সহকারী সাংগঠনিক সম্পাদক: তাহমিদ তুহিন।
প্রকাশনা সম্পাদক: নিশাত তাসনিম; সহকারী প্রকাশনা সম্পাদক: ইমতিয়াজ ফাহিম ও সাবিহা আফরিন।
প্রচার সম্পাদক: সাইফুর রহমান ও নাফিউল আলম রুপক; সহকারী প্রচার সম্পাদক: সাইমুন সুলতানা শিশির।
অফিস সম্পাদক: তারেক রহমান; সহকারী অফিস সম্পাদক: সরোয়ার।
স্বাস্থ্য সম্পাদক: আরশাদুল হক আবির ও ইখতিয়ার ইমন; সহকারী স্বাস্থ্য সম্পাদক: বিপ্র সাহা।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অমি, নাঈম, সৈকত ও অভি।






