কোম্পানীগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিকী ছবি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নদীতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলো—ইয়ামিন (৩), পিতা রফিকুল ইসলাম এবং মীম (৩), পিতা মোহাম্মদ আলী। উভয়ের বাড়ি উপজেলার বুড়দেও গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খেলতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যায় শিশু ইয়ামিন ও মীম। পরে তাদের উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে শিশু দুজনের মৃত্যু হয়েছে।” তিনি আরও জানান, শনিবার সকালে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে। ছোট শিশুদের নদী, পুকুর বা জলাশয়ের আশেপাশে খেলতে দেওয়া বিপজ্জনক। অভিভাবকদের সামান্য অসর্তকতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই শিশুদের যত্ন ও তদারকিতে সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি।







