চুনারুঘাটে বিজয়া উৎসবে যোগ দিলেন বিএনপি নেত্রী শাম্মী আক্তার
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত বিজয়াদশমী উৎসবে যোগ দিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সাবেক এমপি শাম্মী আক্তার।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত এ বিজয়া উৎসবে তিনি অংশ নেন। এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন। বিজয়া উৎসবে উপস্থিত হয়ে শাম্মী আক্তার বলেন, বাংলাদেশের ইতিহাস ধর্মীয় সম্প্রীতির ইতিহাস। এ দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করবে-এটাই বিএনপি’র প্রত্যাশা ও অঙ্গীকার। আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে।








