নবীগঞ্জে বিশেষ অভিযানে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ
নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ, ইনাতগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন।
অভিযানে কাউকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও প্রায় ১৫ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়।
ইউএনও রুহুল আমীন বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা সম্পূর্ণ বেআইনি। এতে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। আমরা অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছি। তিনি বলেন, আজকের অভিযানে প্রায় ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি আরও সতর্ক করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং কেউ যেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন না করে। পরিবেশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।








