নবীগঞ্জে সংঘর্ষে নিহত দুজনের পরিবারকে প্রশাসনের সহায়তা
নবীগঞ্জে সাম্প্রতিক সংঘর্ষে নিহত দুজনের পরিবারকে সহায়তা প্রদান করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন।
গত ৭ জুলাই আনমুনু ও তিমিরপুরসহ কয়েকটি গ্রামের মধ্যে পূর্ব তিমির পুর গ্রামের ফারুক মিয়া ও আনমুনু গ্রামের রিমন মিয়া নিহত হন। তাদের উভয়ের পরিবারকে আর্থিক অনুদান, সেলাই মেশিন ও শুকনো খাবার প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন নিহত ফারুক মিয়ার পরিবারকে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে একটি সেলাই মেশিন, উপজেলা সমাজ কল্যাণ পরিষদ হতে ৫ হাজার টাকার চেক এবং শুকনো খাবার দেন। একই সঙ্গে রিমন মিয়ার পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ, উপজেলা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কর্মকর্তা (পিআইও) সাকিল আহমেদ প্রমুখ।








