বানিয়াচংয়ের মাওলানা আব্দুল ওয়াদুদকে জমিয়তের সংবর্ধনা
হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াদুদ দা.বা.-কে সংবর্ধনা প্রদান করেছে বানিয়াচং উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম।
গত ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে সংগঠনটির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেন মাওলানা শায়খ আব্দুল ওয়াদুদ। এ উপলক্ষে ২১ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা ৭টায় বানিয়াচং বড়বাজারের শেখ ট্রাভেলস কার্যালয়ে উপজেলা জমিয়তের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা শায়খ মখলিছুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, মাওলানা মজিবুর রহমান যশকেশরী, সাধারণ সম্পাদক মুফতী আমীর আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী আহমদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দীন খান, সহ-প্রচার সম্পাদক আহমদ চৌধুরী সাগর, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সালারে জমিয়ত মুফতী শাব্বির আহমদ শিবলী নোমানী, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের জমিয়ত মনোনীত এমপি পদপ্রার্থী মুফতী এখলাছুর রহমান রিয়াদ, যুব জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদ, উপজেলা শাখার সাবেক সভাপতি হাফিজ মাওলানা শহিদুল ইসলাম, হাফিজ মাওলানা তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসমানী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শাহ আলম, অর্থ সম্পাদক মুফতী ইমদাদুর রহমান, প্রচার সম্পাদক মুফতী ওয়াজিদ আলী সিদ্দিক, নির্বাহী সদস্য মাওলানা আব্দুর রহমান বিন মুজিব, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা জাবির আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি রাফিউল ইসলাম ও সাধারণ সম্পাদক তাফাজ্জুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা আব্দুল ওয়াদুদ একজন ন্যায়পরায়ণ, সাহসী ও প্রখর বুদ্ধিমত্তার আলেমে দ্বীন। তার যোগদানে জমিয়ত আরও শক্তিশালী হবে এবং বানিয়াচং-আজমিরীগঞ্জসহ সমগ্র হবিগঞ্জে ইসলামী আন্দোলন আরও বেগবান হবে।








