বানিয়াচংয়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিট পুলিশিং সভা
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়।
সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় হিন্দু নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মন্টু রায়, বিপ্লব রায়, উত্তম কুমার দাশ, মহিতুশ দাশ ও ডা. নির্মল দাশ।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল চাবিকাঠি। আসন্ন পূজা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য সকলের সহযোগিতা জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, “এ ধরনের বিট পুলিশিং সভা সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। পুলিশ প্রশাসন সবসময় উৎসবগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত।”
সভায় উপস্থিত সবাই একমত হন, দলমত নির্বিশেষে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।








