সিলেটে অনৈতিক কাজের দায়ে নারী-পুরুষ আটক
সিলেট নগরীর শিবগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন গ্র্যান্ড সাউদায় অভিযান চালিয়ে অনৈতিক কাজের দায়ে নারীপুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে আবাসিক হোটেল গ্র্যান্ড সাউদা’র তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, মাজিদুর রহমান (৪০), জেসমিন আক্তার (২০)।
বিষয়টি নিশ্চিত করে এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








