৩১ দফা হচ্ছে গণমানুষের মুক্তির সনদ: শাম্মী আক্তার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জের চুনারুঘাটে ছাত্র গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আমতলী আদর্শ বাজারে ৩নং দেওরগাছ ইউনিয়ন বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার।
গণঅভ্যুত্থানের মুখে পালিয়েছে হাসিনা বক্তব্যে শাম্মী আক্তার বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু তার পতনের এক বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও আমরা এখনো কাঙ্ক্ষিত নির্বাচন পাইনি। গত ১৭ বছর আওয়ামী লীগ দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। আমি নিজেও আমার ভোট দিতে পারিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা দেওয়া হয়েছে। প্রতিবাদ করতে গেলে পুলিশ ও সরকারি বাহিনী দিয়ে দমন করা হয়েছে। ছাত্রলীগ-যুবলীগ দিয়ে হামলা চালানো হয়েছে। গত ১৭ বছরে ৬ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
-অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে ব্যর্থ-শাম্মী আক্তার বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। কিন্তু তারা এখনো নির্বাচন দিতে সক্ষম হয়নি। তারা ঘোষণা দিয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা আশা করি, এবার জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
“খালেদা জিয়া মাথা উঁচু করে লড়েছেন” বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, “ফ্যাসিস্ট হাসিনার দমননীতি সত্ত্বেও বেগম খালেদা জিয়া মাথা উঁচু করে লড়াই চালিয়ে গেছেন। যদি তিনি তখন নিজের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিতেন তবে আজ বাংলাদেশ থাকত না, গণতন্ত্র থাকত না। তিনি দেশের মানুষের সঙ্গেই থেকে গেছেন, মানুষের অধিকার রক্ষার লড়াই করেছেন।
“ক্ষমতায় গেলে বাস্তবায়ন হবে ৩১ দফা” শাম্মী আক্তার আশা প্রকাশ করে বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচনে যদি বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে, তবে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এই ৩১ দফা হচ্ছে গণমানুষের মুক্তির সনদ।
“নারীদের জন্য ৫০ লক্ষ ফ্যামিলি কার্ড” নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, “৩১ দফার মধ্যে অন্যতম ঘোষণা হলো নারীদের জন্য বিশেষ সুবিধা। বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিকভাবে ৫০ লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে পরিবারগুলো রেশনের আওতায় আসবে এবং নারীরা এ সুবিধা ভোগ করবে। সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। সমাবেশ শেষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।








