কেন্দ্রীয় গবেষণা সম্পাদক
ছাত্রশিবিরের মিশন সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা
ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশে হাজার-হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। আপনার আমার মতো উচ্চ শিক্ষিত বড় বড় ডিগ্রিদারি লোকেরা দুর্নীতি করেছে। তারা শিক্ষিত ছিল কিন্তু তাদের মধ্যে দেশপ্রেম, নীতিনৈতিকতা ছিল না, তারা যেই দেশের মানুষের ট্যাক্সের টাকায় লেখাপড়া করেছে সেই দেশের মানুষের প্রতি আঘাত করে পঙ্গুত্ব করেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুতরাং আমরা আপনাদেরকে আহ্বান করছি শুধুমাত্র শিক্ষিত হলে হবে না, আপনার শিক্ষার সাথে দেশপ্রেম, নীতি নৈতিকতা, দক্ষতা যুক্ত হতে হবে। যদি দেশপ্রেম নৈতিকতা, দক্ষতা যুক্ত হয় তবে আপনি একজন দেশের সম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। যে সম্পদের আজ বড়ই অভাব আজ আমরা এই আহবান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আহাদ ইমরানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও মৌলভীবাজার-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
মো. ফখরুল ইসলাম আরও বলেন, আপনাদেরকে আজ ছাত্রশিবির করার জন্য এখানে ডাকিনি অথবা বলিনি আপনাদেরকে আজ শিবিরের সমর্থক ফর্ম পুরণ করা লাগবে। না এটা ছাত্রশিবিরের উদ্দেশ্যে না, ছাত্রশিবিরের মিশনই হচ্ছে সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একদল সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা কি হতে চাই, আমরা কি শুধু ক্ষমতা চাই, ক্ষমতা তো ফেরাউন নমরুদেরও ছিল কিন্তু তাদের শেষ পরিনতি কি হয়েছিল। এতোদুর যাওয়া লাগবে না, মাত্র এক বছর আগে একজন খুব ক্ষমতাবান ছিল। তিনি তার ক্ষমতাকে কি ঠিকিয়ে রাখতে পেরেছিলেন? সুতরাং আমরা কি শুধু ক্ষমতা চাই, আমরা কি চাই, কি হতে চাই, এই দৃষ্টিভঙ্গি নিয়ে শুধুমাত্র এই আহবান নিয়ে ছাত্রশিবির আজ এ আয়োজন করেছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিকের আজ বড় অভাব বাংলাদেশ আজ আপনাদের দিকেই তাকিয়ে আছে কারণ আপনারা প্রমান করে দেখিয়েছেন আমরা যখন হতাশ হয়ে গিয়েছিলাম দেশকে নিয়ে, আমরা যখন চিন্তা করেছিলাম কিভাবে এই গণআধার দূর হবে তখন আপনারাই দেখিয়েছেন গণআধার যতোই বড় হোক না কেন, রাত্রি যত বড় হোক না কেন সেই গণআধারের বুক চিরে প্রভাতের সূর্য উদিত হবে। আপনারা আমাদেরকে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে নতুন আশা দেখিয়েছেন। আপনাদের প্রতি আমাদের আশা-আকাঙ্ক্ষা অনেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি এম ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি আব্দুস সামাদ, জেলা ছাত্র শিবিরের অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন, সাবেক প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ, মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক তারেক রহমান, বড়লেখা শহর ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহমান এবাদ প্রমুখ।








