এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী
অবিলম্বে জুলাই সনদ পূর্নাঙ্গ বাস্তবায়ন করতে হবে
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর ও জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৪ অক্টোবর) বাদ আসর বন্দরবাজারস্থ কালেক্টরেট মজসিদের সামনে এক বিশাল মানববন্ধন সিলেট মহানগর শাখার নবনির্বাচিত সভাপতি জননেতা আলহাজ¦ মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ এবং জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোতাছিম বিল্লাহ জালালীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমির সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, বিশেষ অতিথি কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, জেলা সভাপতি মাওলানা ইকবাল হুসাইন, মহানগর সাবেক সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, হাফিজ মাওলানা হারুনুর রশিদ, মুফতি মাওলানা আব্দুর রহমান ইউসুফ, মাওলানা মোস্তাফা আহমদ আজাদ, মাওলানা জিলাল আহমদ, জেলা সহ-সভাপতি ক্বারী মাওলানা ওবায়দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান, হাফিজ মাওলানা আব্দুর রব, মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিন আহমদ রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, মহানগর বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ বদরুল আলম, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল মালিক, প্রচার সম্পাদক শহীদুর রহমান শুহেদ, মহানগর সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ক্বারী মাওলানা আবুল হুসাইন, জেলা সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ফেদাউর রহমান দিদার, মহানগর সমাজ কল্যাণ সম্পাদক হাজী আব্বাস জালালী, অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ উদ্দিন আল মামুন, হাফিজ মাওলানা তফজ্জুল হক, ক্বারী মাওলানা আনোয়ারুল হক, মোঃ শিব্বির আহমদ, মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুল মুহাইমিন, মোঃ সিকন্দর আলী, মাওলানা আইয়ুব আলী কামালী, ডা: নবী হোসেন, মাওলানা জহুরুল হক, মাওলানা সৈয়দ আব্দুল কাইয়ুম ফটিক মিয়া, হাফিজ মাওলানা আহমদুল হক ফয়েজী, হাফিজ মাওলানা ইয়াহইয়া মাহমুদ, হাফিজ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল মালিক, মাওলানা শাহ ফয়সল আমিন, মাওলানা ফেরদাউস সরকার, মাওলানা আকমল হোসাইন, মাওলানা ওমর ফারুক, ক্বারী তাজুল ইসলাম, রাহাত হোসেন, ছাত্র মজলিস নেতা আবু তাহের, মাহদী তালুকদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহীনূর পাশা চৌধুরী বলেন, জুলাই আগষ্টের শহীদানের রক্তের ঋণ শোধ করতে অবিলম্বে জুলাই সনদের পূর্নাঙ্গ বাস্তবায়ন ও উচ্চ কক্ষে পিআর পদ্ধতি এবং ফ্যাসিস্টদের বিচার কার্যক্রম সহ ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।