চুনারুঘাটে প্রতিপক্ষের হামলা: পোলট্রি ফার্মে লুটপাট-ভাঙচুর
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউমিয়নের জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একটি পোলট্রি ফার্ম ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে (৩ নভেম্বর) রাতের আধারে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাইছনাজুরি এলাকায়। আহত মো. আব্দুল আহাদ বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় সোমবার (৪ নভেম্বর) দুপুরে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন শেখপাড়া গ্রামের ফার্মের মালিক মো. ছিদ্দিক আলী (৬৬)।
অভিযোগে উল্লেখ করা হয়, জমি দখলকে কেন্দ্র করে বাসুদেবপুর মৌজার খতিয়ান নং ৩১০, দাগ নং ১৪০৪ ও ১৪০৫–এ অবস্থিত তাদের খরিদা বাগানজাত ভূমিতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা হলেন- এংরাজ মিয়া (২২), নিজাম উদ্দিন (৩০), আক্তার মিয়া (২৭), ইছাক আলী (৪৫), সোহাগ মিয়া (২৬), আফরোজ মিয়া (৩৫), হারুন মিয়া (৩৫), ফরিদ মিয়া (৩৫), চেরাগ আলী (৫০), আরমান মিয়া (২৫), তালহা মিয়া সহ আরও অনেকে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা ফার্মে ঢুকে পোলট্রি ঘর, পাকা বাউন্ডারি ও আশপাশের ঘরবাড়ি ভাঙচুর করে। বাধা দিতে গেলে ফার্মের ভাড়াটিয়া আব্দুল আহাদকে এলোপাতাড়ি মারধর ও গলায় চাপ দিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ছিদ্দিক আলী দাবি করেন, হামলাকারীরা তার ফার্মে ভাঙচুর চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি করেছে। এতে পোলট্রির সরঞ্জাম, ঘরের টিন, দরজা-জানালা ও ফলজ গাছসহ বহু সম্পদ নষ্ট হয়। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করা হলে থানার উপ-পরিদর্শক জিকরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে বক্তব্য বা জবানবন্দি নেওয়ার জন্য তাদের বাড়িতে গেলে তাদের খুঁজে পাওয়া যায়নি।








