ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতর পালন

দৈনিক সিলেট ডট কম
বদরুজ্জামান জামান, প্যারিস: রহমত ,মাগফিরাত,নাজাত ও আত্মশুদ্ধির মাস রামাদ্বান। দীর্ঘ একমাস রহমত,মাগফিরাত,নাজাত ও আত্মশুদ্ধি অর্জনের মহান ব্রত নিয়ে সারা পৃথিবীর মুসলমানরা সিয়াম সাধনার মধ্য দিয়ে কাটালেন পবিত্র রামাদ্বান মাস । দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর সৌদিআরব মধ্যপ্রাচ্যসহ ইউরোপের অন্যান্য দেশের ন্যায় ফ্রান্সের মুসলমানরাও ২৫ জুন রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মাধ্যমে পালন করলেন অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর । ঈদুল ফিতর উপলক্ষে ফ্রান্সে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অন্যান্য কমিউনিটির মুসলমানদের ন্যায় বাংলাদেশী কমিউনিটির মুসনমানদের মধ্যেও উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না । প্যারিসে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত মসজিদগুলোতে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়।
ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে। ,নামাজ আদায়ের জন্য মুসল্লিদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। সকাল সাড়ে সাত টা থেকে সকাল দশটা পর্যন্ত তিনটি জামায়াত অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবার মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এছাড়াও ওভারভিলা জামে মসজিদ সকাল সাড়ে ৬ টা থেকে সকাল ১১টা পর্যন্ত পর পর আটটি জামাত অনুষ্টিত হয়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে নামাজের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
এছাড়া তুলুজ ও মারসাই শহরে বাংলাদেশী উদ্যোগে আলাদা ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।