বিষ্টি নিয়ে মিষ্টি ছড়া
দৈনিক সিলেট ডট কম
আব্দুল আজিজ
বিষ্টি নিয়ে মিষ্টি ছড়া
বলতে পার যদি, –
আকাশ গলে হতে পারে
ক্ষীর সাগরের নদী।
নদীর ক্ষীর মিষ্টি হবে
সবাই খেয়ে তৃপ্ত রবে
সেই নদীটা ধরামাঝে
বইবে নিরবধি।
বিষ্টি নিয়ে মিষ্টি ছড়া
লিখতে পার যদি,-
পেতে পার কল্পলোকের
গল্পকথার গদি।
গদিতো নয় রাজসিংহাসন
রাজা হয়ে করবে শাসন
সুখের মাঝে করবে বসত
খাবে মিষ্টি দধি।।
নিউ ইয়র্ক
বিষ্টি নিয়ে মিষ্টি ছড়া
– আব্দুল আজিজ
বিষ্টি নিয়ে মিষ্টি ছড়া
বলতে পার যদি, –
আকাশ গলে হতে পারে
ক্ষীর সাগরের নদী।
নদীর ক্ষীর মিষ্টি হবে
সবাই খেয়ে তৃপ্ত রবে
সেই নদীটা ধরামাঝে
বইবে নিরবধি।
বিষ্টি নিয়ে মিষ্টি ছড়া
লিখতে পার যদি,-
পেতে পার কল্পলোকের
গল্পকথার গদি।
গদিতো নয় রাজসিংহাসন
রাজা হয়ে করবে শাসন
সুখের মাঝে করবে বসত
খাবে মিষ্টি দধি।।
নিউ ইয়র্ক