অমরত্বে প্রাণের উৎসব
মুহিত চৌধুরী
একুশে ফেব্রুয়ারি মানে চেতনার উন্মেষ
ফুলের মেলা, উল্লাসের ধারা
স্বপ্নের পথে হেঠে যেতে নেই কোন বাঁধা।
মাতৃভাষার জয় মানে মাতৃত্বের জয়
প্রেমের নদী আজ বহে অসীম শ্রেুাতে
একুশের আলোয় পাখি উড়ে মুক্তাকাশে।
শহিদের রক্ত মানে সাহসী প্রত্যয়
জাগ্রত মানুষের বুক করে আলোকিত
সৃষ্টি হয় ইতিহাস এবং গল্পের শেষ প্রান্ত।
মুক্তির পথে নিরন্তর যাত্রা মানে অমরত্বে
প্রাণের উৎসব যেখানে মৃত্যু নেই,
আছে প্রেম ভালোবাসা আছে ফুলের শ্রদ্ধা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন