কোথায়ও নাই তফাৎ
সমুজ আহমদ সায়মন
রাজা প্রজা ধনী গরীব
কিসের ভেদাভেদ,
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ মোরা
ছাড়ি দ্বেষ জেদ।
এক মালিকের ঘরে সবার
পাশাপাশি বাস,
দম ফুরালে এক খাটিয়ায়
তুলবে সবার লাশ।
সাদা কাপড় আতর গোলাপ
সমান দিবে ভাই,
ধনী বলে একটু বেশী
দেবে নাতো তাই।
বাঁশ চাটাই মাটির বিছনার
ঘর হবে সবার।
পরপারে যাবার বেলায়
কোথায়ও নাই তফাৎ।
সাদা কালো যাহা ভাবেন
রবের কাছে সমান,
খালি হাতে সবাই যাবো
কেন এতো ব্যবধান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন