বদরুজ্জামান জামান-এর দু’টি লিমেরিক
দৈনিক সিলেট ডট কম
উলঙ্গ নৃত্যমগ্ন শয়তান
উলঙ্গ নৃত্যমগ্ন শয়তান মানুষের বেশে।
ভাবে,মানুষ হয়ে গেছি মানুষের দেশে।
নষ্ট রক্তের শরীরের ভাঁজে
জীবাণু লুকিয়ে সুস্হ সাজে,
অসুস্থ চিত্তের স্বরুপ দেখায় অবশেষে ।
২
উলঙ্গ সুখ
উলঙ্গ অঙ্গ খোঁজে নিত্য কীট পতঙ্গ।
আবৃত দেহ দেখে বুঝে কি অনুষঙ্গ?
পতিতাদের উলঙ্গ সুখে
তৃপ্তির নেশা তার চোখে,
ভাবে, পৃথিবীর অঙ্গ-প্রত্যঙ্গ উলঙ্গ ।