রোহিঙ্গাদের কি অপরাধ
দৈনিক সিলেট ডট কম
বদরুজ্জামান জামান
রোহিঙ্গাদের জাতিয়তা কি কিংবা তারা কারা ?
কি অপরাধ করছে তারা কেন স্বদেশছাড়া ?
মিয়ানমার আধিবাসী তারা শতক শতক ধরে
তবুও কেন সুচিরা তাদের নেয়নি আপন করে।
তাদের উপর নির্যাতনে মধ্যযুগে আজ হার মানে
স্বদেশে নেই অধিকার একথা আজ কে না জানে ।
মিয়ানমারের সংখ্যালগু এটাই কি তাদের অপরাধ ?
জাতিগত জাতের খেলার অংসূচি সাজে প্রনবনাদ ।
জাতিগত ধাঙ্গা নাকি ধর্মীয় উন্মাদনার ফলে
দেশটির মানবতাবোধ আজ ডুবছে সাগরজলে ।
সাগর নদী পেরিয়ে মানুষের ঢল নামছে অবিরত
বাংলাদেশের কিবা করার কিংবা করবে আর কত ?
যাচ্ছে সময় মরছে মানুষ বাড়ছে ঋনের বোঝা
বিশ্ববাসীর নয়কি উচিত সমস্যার সমাধান খোঁজা ?