মায়ের চোখে শোকের প্লাবন
দৈনিক সিলেট ডট কম
আব্দুর রকিব
মায়ের কোলে যে শিশুটি খেলতো দু হাত নেড়ে
নৌকা ডুবে সাগড়ের ঢেউ তাকেই নিলো কেড়ে ।
স্বামী সন্তান নিয়ে মায়ের ছিল সুখের ঘর
করে দিল তছনছ এসে মগ সেনা বর্বর ।
স্বামীর সাথে মা-বাবা বোন হারিয়ে চিরতরে
সাগড় পাড়ি দিতে পড়েন ভয়াল কালো ঝড়ে ।
উথাল পাথাল সাগড়ের ঢেউ বুঝে কী সে দূ্ঃখ
বুকের মাণিক কেড়ে নিল ভেঙ্গে মায়ের বুক ।
দুনিয়া এখন মায়ের কাছে কেমন যেন পর
দিবা রাতি বুকের মাঝে উঠছে শোকের ঝড় ।
মন মুকুরে ভাসছে কেবল শুধুই তাদের মুখ
যাদের সাথে জড়িয়ে ছিল মায়ের সূখ ও দূঃখ ।