চিত্রশিল্পী মহিত আহমদ আর নেই

দৈনিক সিলেট ডট কম
বদরুজ্জামান জামান:প্যারিস , ফ্রান্সে থেকে : ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত প্রিয়মুখ সাংস্কৃতিক কর্মী, চিত্রশিল্পী মহিত আহমদ আর নেই । গত ৭ অক্টোবর হৃদ রোগে আক্রান্ত হন এবং আজ (৯ অক্টোবর) রাত স্থানীয় সময় ৮ টা ৪৮ মিনিটে প্যারিসের George Pompidou হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন । তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সদাহাস্যজ্জল মহিত আহমদ প্যারিসে বাংলাদেশী কমিউনিটিতে অত্যন্ত পরিচিত ও প্রিয়মুখ ছিলেন । বহুমুখী প্রতিভার অধিকারী মহিত আহমদ একাধারে চিত্রশিল্পী,আবৃত্তিকার, কবি এবং জনপ্রিয় উপস্থাপক ছিলেন । তাছাড়াও বাংলাদেশ ও প্যারিসে বেশ কয়েকবার তার সৃষ্টি চিত্রকর্মের প্রদর্শনী দর্শক প্রিয়তা পায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন । সর্বশেষ ‘স্রোত’ (সাহিত্যের ছোটকাগজ) সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।