আমার মা
দৈনিক সিলেট ডট কম
প্রজ্ঞা লাবণী দাশ
শুনো মাগো একটি কথা
তোমায় ভালোবাসি,
যুগ জনমের বন্ধু তুমি
তুমি চাঁদের হাসি।
তুমি হাসলে মাগো
পৃথিবীটাও হাসে,
তুমি কাঁদলে মাগো
মোর নয়নও ভাসে।
জন্মের পর পৃথিবীটাকে দেখলাম
তোমার কোলে থেকে,
মরতে যেন পারি মাগো
তোমার কোলে মাথা রেখে।
জানি মাগো একথাটি মানায় না
কোনো সন্তানের মুখে,
কিন্তু মাগো তোমার কোনো অঘটন যে
দেখতে পারবো না স্বচক্ষে।
তাইতো মাগো তোমায় ছেড়ে
চলে যাব একদিন,
শোননা লক্ষীটি তুমি থাকবে তো
আমার পাশে সেদিন।
তোমায় না দেখে মাগো
পারব না তো আমি যেতে,
তুমি থাকবেতো মা
আমার পাশে শ্বশ্মান ঘাটেতে।
কিগো মা তুমি যে
দিলে না কোনো কথার উত্তর,
তবে কি একথা গুলো শুনে
হয়ে গেলে পাথর।
কিছু ভেবো না তুমি মা
দাদা আছে তোমার পাশে,
আমার কথা মনে পড়লে
দেখতে পাবে ঐ আকাশে।
তখন অনেক কথা হবে
মাগো তোমার সাথে,
ভেবো না মা এগুলো
নয় যে মিথ্যে।
আমার জীবনের সব কথার
এখানেই হলো সমাপ্তি,
কথাগুলো তোমায় বলতে পেরে
পেলাম আমি তৃপ্তি।