দুটি লিমেরিক
দৈনিক সিলেট ডট কম
বদরুজ্জামান জামান
তৃপ্ত বাসনা
প্রাপ্তির প্রত্যাশা আজ আর নেই তেমন,
হিসাবের খাতা, শূন্যতেই পূর্ণতা যেমন।
কাঙ্ক্ষিত প্রাপ্তি নিজের নয়,
শুদ্ধ চৈতন্য হারানোর ভয় ।
তবুও তৃপ্ত বাসনাগুলো বুঝিনি কেমন ।
.
নির্বাসিত…
বহুদূর নির্বাসিত। নয় একেবারে একেলা
রক্তের উষ্ণতায় হ্রদপিণ্ড করছে খেলা ।
আঁধার ঢাকা দক্ষিণ হস্ত
চিত্ত সম্প্রসারিত সমস্ত ।
দাক্ষিণ্য প্রত্যাশী হস্ত ঘিরে কাটছে বেলা ।