দুটি কবিতা
দৈনিক সিলেট ডট কম
আয় ঘুম
আয় ঘুম
ঘুম ঘুম
নিঝ্ঝুম দুপুরে,
মউমাছি
কাছাকাছি
বসন্তবাহারে।
আয় ঘুম
খুব ধুম
লাল পলাশের বনে,
ছুটে যায়
বেগ পায়
মন হরিণীর সনে।
আয় ঘুম
দিন যায়
নিরালায় বসে বসে,
কবি তার
সৃষ্টিতে
কৃষ্টিতে মজে রসে।
আয় ঘুম
নিয়ে যা
দিয়ে যা সান্ত্বনা,
বিকেলের
রোদ মেখে
নেব চেখে লাঞ্ছনা ।
ঘুম ঘুম
নিঝ্ঝুম
অবেলায় কানে কুহু,
ছুটে ধেয়ে
চোখে চেয়ে
একাকার হই দুঁহু।
জন্মদিন
গাছে গাছে বাসন্তী শৃঙ্গার
শহরে শীতল দখিনার ঘুমপাড়ানি গান
একটু পরেই আকাশে জেগে উঠবে
পূর্ণিমার চাঁদ।
এত ব্যস্ততা, এত কোলাহল
বিলাসিতার বাজারে বৃক্ষনিধন যজ্ঞ
দূষণের প্রতিমান; এই ভিড়ে প্রিয়সমাগমে
কনেদেখা-আলোতে স্বরবৃত্ত ছন্দপাঠ
আর কিছু আছে বল এর চেয়ে ভাল?
বসন্তদূত শোনায় নাগরিক চরিতকথা
দূরের নক্ষত্র ক্ষীণচেতা-বিকাশমান কুসুমকোরকে
আনন্দের রক্তরাগ, বিউগলে বেজে উঠে সাম্যের সুর।