ফেসবুক ব্যবহারে মূল্য নির্ধারণের পরিকল্পনা বিটিআরসি’র
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক’সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আলাদা মূল্য নির্ধারণের পরিকল্পনা নিয়েছে বিটিআরসি।
রোববার রাজধানীর রমনায় বিটিআরসি ভবনে এক সেমিনারে একথা জানান, বিটিআরসি’র চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি তরুণ প্রজন্মের আসক্তি কমাতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তির বিকাশের সাথে সাথে সাইবার নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।