শাবিপ্রবিতে এমএসসি ইন ডেটা সায়েন্স প্রোগ্রামের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও গণিত বিভাগের সহযোগিতায় এমএসসি ইন ডেটা সায়েন্স প্রোগ্রামের প্রথম ব্যাচের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় পরিসংখ্যান বিভাগের গ্যালারি কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এসময় তিনি বলেন, “তোমরা সবাই প্রথম ব্যাচের শিক্ষার্থী হওয়ায় আজ থেকে তোমরা ইতিহাসের অংশ হয়ে গেলে। আর আমরা সাস্টকে একটি এক্সপোর্ট হাবে পরিণত করতে চাই, যেন আমাদের প্রফেশনাল গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশে যথাযথ দক্ষতা নিয়ে প্রবেশ করতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
অরিয়েন্টেশন প্রোগ্রামে পরিসংখ্যান বিভাগের প্রধান ড. মো. আজিজুল বাতেনের সভাপতিত্বে ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রোগ্রাম কো-অর্ডিনেটর পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং প্রোগ্রামের কো-অর্ডিনেশন টিমের সদস্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মাসুম, গণিত বিভাগের অধ্যাপক ড. পাভেল শাহরিয়ার উপস্থিত ছিলেন।
এসময় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন বলেন, “আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এআই ও মেশিন লার্নিং-এর বিকল্প নেই। আমাদের উদ্দেশ্য হলো এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তোলা, যাতে তারা চাকরির বাজারে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের উপস্থাপন করতে পারে।”
আয়োজকরা জানান, এই প্রোগ্রামটি বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ, যা শিক্ষার্থীদের আধুনিক তথ্যবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগডাটা বিশ্লেষণে দক্ষ করে তুলবে। সাস্টের পরিসংখ্যান বিভাগ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও গণিত বিভাগের সহযোগিতায় এই আন্তঃবিভাগীয় প্রোগ্রামটি পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ উদ্যোগ তথ্যপ্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উল্লেখ্য, এমএসসি ইন ডেটা সায়েন্স (প্রফেশনাল) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গত ৩০ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয় এবং উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা একই দিনে নেওয়া হয়। বিগত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চূড়ান্ত ফলাফল প্রকাশের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভর্তি সম্পন্ন হয়।