হবিগঞ্জে স্কুলছাত্রীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
হবিগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান রাজনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এসময় তিনি পুলিশ সম্পর্কে সমাজে প্রচলিত বিভিন্ন নেতিবাচক ধারণা দূর করার আহ্বান জানান। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, স্কুল থেকে পালানোসহ নানা সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি পুলিশ সুপার পড়ালেখার মান উন্নয়ন ও জীবনের লক্ষ্য স্থির করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অনুপ্রেরণামূলক নানা জীবনের গল্প শুনিয়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করেন।