স্বপ্নের সমুদ্রকন্যা
দৈনিক সিলেট ডট কম
কমলা লেবুর মত স্পর্শ করে ছুটতে থাকো
রিমঝিম নুপূরের তালে
অসাধারণ নুপূরের ছন্দে মন হারিয়ে
পাহাড়ের চূড়ায় উঠে সমুদ্রে রাখি চোখ
আহা! কী মধুর সীমানায়,
¯্রােতের আঙিনায়, তুমি যাচ্ছো সাঁতার কেটে
টলমল ঝলমল তোমার বাহুতে হৃদয় যেন লুটে পড়ে
চোখের পাঁপড়িগুলো লোনাজলে টিপটাপ করে
অজানা গল্পগুলো হয় রচিত অচেনা শব্দগুলো বাঁধে
বাসর। তোমার মধুমাখা স্বরে সমুদ্রের ঢেউয়ে
দারুন হাওয়ায় মিশিয়ে দিলে ওষ্ঠমাখা জল
কলিজায় জলের ফোঁটা লাগতেই
স্বপ্নগুলো তোমার কাছে পরাজিত হয়ে অনুভূতির নামে
যে বস্তুটি এতদিন ছিলো অতি একান্তে আমার হৃদয়ে
আজ তোমার প্রেমের জোয়ারে করলো আত্মসমর্পন
ভেজা দেহে কাছে আসো হাতে হাত রাখো
আর চোখে রাখো চোখ। আমি হাত বাড়াতেই
স্বপ্ন ভাঙে, বৈশাখী ঝড়ে
চেয়ে চেয়ে ডাকতে থাকি, কলিজা গেলো ছিঁড়ে
তুমি না শোনার ভান করে চলতে থাকো
আর এক নিমিষেই মিশে যাও সমুদ্রের ঢেউয়ের ঢেউয়ে…