করোনা ভাইরাসে ফেসবুক প্রতারণা থেকে সুরক্ষায় ৫ পরামর্শ
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: ফেসবুক মেসেঞ্জারের যারা সক্রিয় ব্যবহারকারী, করোনা ভাইরাস বিষয়ে যেকোনো লিংকের ক্ষেত্রে তাদের এখন সতর্ক থাকতে হবে। বর্তমানে ফেসবুক মেসেঞ্জারে সাইবার দুর্বত্তরা করোনা ভাইরাসে সচেতনতার নামে বিভিন্ন ম্যালওয়্যার ছড়াচ্ছে। এ ম্যালওয়ারের মাধ্যমে প্রতারণার জন্য ক্লোন বা নকল অ্যাকাউন্ট করা হচ্ছে জানান সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
এর পরিপ্রেক্ষিতে সতর্কতা ও যাচাই বাছাইয়ের বিষয়ে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
করোনা ভাইরাস ঘিরে ছড়িয়ে পড়া স্ক্যাম থেকে সুরক্ষায় ৫ পরামর্শ:
১. অপরিচিত কারও বন্ধুত্বের অনুরোধ এখন গ্রহণ করবেন না।
২. সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করবেন না। আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুর পাঠানো লিংক হলেও তাতে ক্লিক করবেন না। না বুঝে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক কোনো পোস্ট শেয়ার করবেন না। পোস্টটির মধ্যে হয়তো ম্যালওয়ার থাকার সম্ভাবনা আছে, যা আপনার শেয়ারের মাধ্যমে বন্ধুদের কাছে ছড়াতে পারে।
৩. সন্দেহজনক কোনো ব্যবহারকারী মনে হলেই ফেসবুকে তাকে ব্লক করে দিন।
৪. ফেসবুকে জরুরি দরকার বলে কেউ টাকা চাইলে পাঠাবেন না। পরিচিত কেউ চাইলেও তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না বা প্রকৃত ব্যক্তি বিপদে পড়েছে কি না, খোঁজ নিন।
৫. ফেসবুকে করোনা ভাইরাস প্রতিরোধী বলে দাবি করা কোনো মাস্কের আকর্ষণীয় প্রচারে প্রলুব্ধ হবেন না।
ডিএস/বিআরএন