কাবুলের রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৩, আহত ১৩
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে এক শক্তিশালী বিস্ফোরণে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু খবর পাওয়া গেছে। আহত হয়েছে কমপক্ষে ১৩ জন।
এক তালেবান কর্মকর্তার বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, বুধবার কাবুলের পশ্চিম দেহমাজাং এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র খালিদ জাদরানের মতে, শহরের পশ্চিম দেহমাজাং পাড়ার একটি রেস্তোরাঁয় বিস্ফোরণটি ঘটে। তিনি আরও জানান, বিস্ফোরণের কারণ জানতে একটি দল ওই এলাকায় পৌঁছেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে বিস্ফোরণটি দুর্ঘটনা নাকি হামলার কারণে তা জানায়নি পুলিশ। কোনো ব্যক্তি বা সংস্থা এখনও এ হামলার দায় স্বীকার করেনি।
আফগান শহরগুলো প্রায় প্রায় স্থানীয় ইসলামিক স্টেট গ্রুপের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ধারনা করা হচ্ছে, এ হামলার সাথেও ইসলামিক স্টেট জড়িত।
এরআগে ৫ সেপ্টেম্বর আফগানিস্তানে নিযুক্ত রুশ দূতাবাসের কাছে বিস্ফোরণে রুশ কূটনীতিবিদ দলের দু’জন কর্মী নিহত হয়। সন্ত্রাসী আইএস গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছিল।