ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে বুধবার সতর্ক করেছে ইরানের পুলিশ কমান্ড।
পুলিশ হেফাজতে এক তরুণীর মৃত্যুর পর প্রায় দুই সপ্তাহ ধরে এই বিক্ষোভ চলছে।
হিজাবের ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্রের কঠোর নিয়ম মাথার স্কার্ফ এবং শালীন পোশাক লঙ্ঘনের অভিযোগে তেহরানে গ্রেফতার হওয়ার পর মাহসা আমিনি নামে ২২ বছর বয়সী এক কুর্দি মহিলা মারা যাওয়ার পর রাতভর চলমান বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।
পুলিশ কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুরা এবং কিছু দাঙ্গাবাজরা যে কোনো অজুহাত ব্যবহার করে জাতির শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বস্তি বিঘ্নিত করতে চাইছে।’
ফার্স বার্তা সংস্থার খবরে পুলিশের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘প্রতিবিপ্লবী এবং বৈরী মহল দেশের যে কোনো স্থানে জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে পুলিশ কর্মকর্তারা সর্বশক্তি দিয়ে তাদের ষড়যন্ত্রের মোকাবেলা করবে।’
ফার্স বার্তা সংস্থা মঙ্গলবার জানিয়েছে যে, ১৬ সেপ্টেম্বর আমিনির মৃত্যু পর থেকে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা শনিবারের ৪১ জন থেকে বেড়ে ‘প্রায় ৬০ জনে’ দাঁড়িয়েছে।
কর্মকর্তারা সোমবার বলেছেন, মানবাধিকার কর্মী, আইনজীবী ও সাংবাদিকসহ প্রায় ১,২০০ লোককে গ্রেফতার করেছে।- বাসস