প্রতিমা বিসর্জনের সময় পানিতে ডুবে ৭ জনের মৃত্যু
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক : দুর্গা প্রতিমা বিসর্জনের সময় বিপর্যয়। হঠাৎ জলের স্তর বেড়ে গিয়ে বড়সড় বিপত্তি জলপাইগুড়ি জেলার মালবাজারে। মাল নদীতে হড়পা বানে ভেসে গেলেন ঠাকুর ভাসান দিতে আসা বহু মানুষ। ওই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এখনো অনেকে নিখোঁজ। মাঝ নদীতে চড়ায় আটকে রয়েছে বহু মানুষ।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং পুলিশ। আটকা পড়া মানুষদের উদ্ধার করতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে। প্রশাসনের উদ্যোগে জেসিবি নামিয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকা পাহাড় থেকে জল নেমে এসে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রশাসন বলছে, অন্তত ২০-২৫ জন নিখোঁজ। ৪০ জনের মতো নদীর একটি আইল্যান্ডে আটকে রয়েছেন। ১১ জলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।