গাড়ি চালক এবং শ্রমিকদের কল্যাণে ‘নিসচা’ কাজ করে যাচ্ছে: ইলিয়াস কাঞ্চন
দৈনিকসিলেটডটকম
নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, গাড়ি চালক এবং শ্রমিকদের কল্যাণে নিসচা কাজ করে যাচ্ছে। নিরাপদ সড়ক এবং আমি আপনাদের লোক আমাকে দুরে ঠেলে দিবেন না। একটি স্বার্থান্বেষী মহল আপনাদের এবং আমার মাঝে দুরত্ব সৃস্টি করে ফায়দা হাসিল করতে চায়। এদের সম্পর্কে সর্তক থাকতে হবে।
সোমবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুরমাস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালের হলরুমে নিরাপদ সড়ক চাই নিসচা’র উদ্যোগে গাড়ি চালকদেরকে নিয়ে ‘যত গতি তত ক্ষতি’ শীর্ষক এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি যখন নায়কের চরিত্রে অভিনয় করতাম তখন যেমন আমার পিছনে ভিলেন থাকতো এখনও আমার পিছনে ভিলেনরা রয়েছে , যারা ব্যক্তি স্বার্থে আমাকে আপনাদের শত্রু বানাচ্ছে।
ইলিয়াস কাঞ্চন বলেন, ২০১৮ সালের আইন নিয়েও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি সবসময় আপনাদের পক্ষে নিরাপদ সড়কের পক্ষে কাজ করে চলেছি। আমি সরকারের কাছে ১১১টি সুপারিশ করেছি। এরমধ্যে আপনাদের সন্তানদের লেখাপড়া, চিকিৎসা সেবাসহ নানা বিষয় রয়েছে। আপনারা সড়কে সিসি ক্যামেরা স্থাপনের যে দাবী করেছেন এটাও আমার সুপারিশে রয়েছে। এছাড়া আমি প্রতি ত্রিশ কিলোমিটার অন্তর অন্তর কোমা সেন্টার স্থাপনেরও দাবী করেছি।
নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক কামালের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশুর সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসকের পক্ষে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ইমরুল আহসান।এ সময় তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। দেশের শ্রমজীবি মানুষের কল্যাণে সরকার কাজ করছে। তিনি পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যে কোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিলেট ওসমানীনগর উপজেলার চেয়ারম্যান শামীম আহমদ ভিপি,সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: সেলিম,এসএমপির এসি ট্রাফিক আতাহারুল ইসলাম,বিআরটিএর সিলেটের উপ পরিচালক মোঃ শহিদুল আযম,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী,জেলা পুলিশের ডিআইও মো:নুরুল ইসলাম, সিলেট জেলা বাস মিনি বাস কোচ ও মাইক্রোবাস এসোসিয়েশন এর সভাপতি হাজি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মো:আব্দুল মুহিম,যুগ্ন সাধারণ সম্পাদক আলী আকবর রাজন,নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল প্রমুখ।
বক্তরা দুর্ঘটনা প্রতিরোধে সিএনজি অটোরিকশা মহাসড়কে চলাচল বন্ধ করা, স্প্রিডব্যাকার তুলে দেয়া, রাস্তার পাশে গড়ে ওঠা দোকানপাট সরানোসহ বেশ কিছু দাবী উত্থাপন করেন। তারা চালকদের ‘ঘাতক’ না বলারও আহ্বান জানান।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক চালক উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে সিলেট জেলা বাস মিনি বাস কোচ ও মাইক্রোবাস এসোসিয়েশন এর সভাপতি হাজি ময়নুল ইসলাম ‘নিসচা’ এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিয়ে সৃষ্ট ভুলবুঝাবুঝির জন্য দু:খ প্রকাশ করেন।