সমাবেশের অনুমতি পেয়েছে জামায়াত
দৈনিকসিলেটডেস্ক
অবশেষে নিবন্ধনহীন রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশের অনুমতি পেয়েছে।
শনিবার দুপুর ২ টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক মু.আতাউর রহমান সরকার এ তথ্য জানিয়েছেন।
এরআগে দলটির পক্ষ থেকে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়। তবে ডিএমপি সেখানে সমাবেশের অনুমতি দেয়নি।
জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ গত রাতে বলেন, ‘আমাদেরকে মৌখিকভাবে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ করার জন্য, তারা বলেছে আজ সকালে লিখিতভাবে অনুমতি দিবে’।
উল্লেখ্য, মাঠের রাজনীতিতে আবারও সরব হতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে ১০ জুন সমাবেশ করতে চায় দলটি।
গত ১২ বছর ধরে বিভিন্ন সময় সরকারের মন্ত্রী ও সিনিয়র নেতারা দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার পক্ষে কথা বলেছেন। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী এমন কথাও বলেছিলেন যে, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা শুধু সময়ের ব্যাপার। কিন্তু সেই জামায়াতে ইসলামীই আগামী নির্বাচনকে সামনে রেখে সরব হচ্ছে। জামায়াতে ইসলামী এমন সময় সমাবেশের ডাক দিয়েছে যখন বাংলাদেশের রাজনীতি মার্কিন ভিসা নীতির কারণে বেশ ঘটনাবহুল হয়ে উঠেছে।
সমাবেশ করার অনুমতি চাইতে গত ২৯ মে জামায়াতে ইসলামীর আইনজীবী প্রতিনিধি দল ডিএমপি কমিশনার অফিসে গিয়েছিল। গত ৫ জুন সমাবেশের জন্য এ দিন ডিএমপি কমিশনারের কাছে অনুমতি চাইতে গেলে জামায়াতের কয়েকজন নেতাকে আটক করে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে দ্রুতই তাঁদের ছেড়ে দেওয়া হয়। সমাবেশের অনুমতিও মেলেনি। পরবর্তীতে ১০ জুন সমাবেশের অনুমতি চায় জামায়াতে ইসলামী।