এশিয়ান গেমসে ভারতের নেতৃত্বে ঋতুরাজ

দৈনিকসিলেট ডেস্ক :
চীনের হাংচৌতে অনুষ্ঠেয় এশিয়ান গেমস ক্রিকেটে ভারতীয় পুরুষ দলকে নেতৃত্ব দেবেন ভারতীয় ওপেনার ঋতুরাজ গাইকোয়াড়। ভারতের দলে আছেন জশস্বী জয়সাওয়াল, তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দরদের মতো ক্রিকেটার।
এশিয়ান গেমস ২০২২ সালে হওয়ার কথা থাকলেও করোনার কারণে আসরটি আয়োজন করা সম্ভব হয়নি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত আসরটি মাঠে গড়াবে।
এশিয়ান গেমসে এর আগে মেয়েদের ক্রিকেট থাকলেও ছেলেদের ক্রিকেট ছিল অনিয়মিত। ২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসের আসরে ছিল পুরুষ দলের খেলা। দুই আসরেই পাকিস্তান চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানার্স আপ হয়েছে।
এশিয়ান গেমসে টি-২০ ফরম্যাটে ক্রিকেট অনুষ্ঠিত হবে। ছেলেদের খেলার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সদস্য দেশগুলো ইমার্জিং দল বা ‘এ’ দল পাঠায় আসরে অংশ নেওয়ার জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ইমার্জিং এশিয়া কাপে অংশ নেওয়া দলকে এশিয়ান গেমসে পাঠাতে পারে।
ভারতের এশিয়ান গেমসের দল: ঋতুরাজ গাইকোয়াড়, জশস্বী জয়সাওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণয়, আবেশ খান, অর্শদ্বীপ সিং, মুকেশ কুমার, শিভাম মাভি, শিভাম দুবে, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক)।