কমলগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দুই বসতঘর পুড়ে ছাই

দৈনিকসিলেট প্রতিবেদক :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই ব্যবসায়ীর বসতঘরের মালামাল পুড়ে গেছে। সোমবার ভোরে শমশেরনগর সবুজবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হন।
এলাকাবাসী জানান, দুই ভাই ব্যবসায়ী বাচ্চু শেখ ও সাচ্চু শেখদের বাড়িতে গ্যাসের রাইজার লিক হয়ে কিছু দিন ধরে গ্যাস বের হচ্ছিল। সঠিকভাবে মেরামত না করায় সোমবার ভোরে দিকে রাইজারের বের হওয়া গ্যাস থেকে প্রথমে সামনের ঘরে আগুন লাগে। পরে অপর ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। তবে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার খবর পেয়ে ভোর ৬টায় কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এলাকাবাসীর সহায়তায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
ভুক্তভোগী দুই ভাই বাচ্চু শেখ ও সাচ্চু শেখ বলেন এ অগ্নিকাণ্ডে তাদের ঘরের সব কিছু পুড়ে গেছে। তাঁরা ধারণা করছেন নগদ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
কমলগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম বলেন, বাসার গ্যাস লাইন লিকেজ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।