বড়লেখায় আমরা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে মালামালসহ দোকান হস্তান্তর

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন দেশে অবস্থানরত একঝাঁক তরুণ প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন আমরা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে হত-দরিদ্র যুবক সাজিদুর রহমানকে প্রয়োজনীয় মালামালসহ টং দোকান হস্তান্তর করা হয়েছে।
১লা আগস্ট বেলা ১টায় বড়লেখা পৌরসভা কার্যালয় সম্মূখে দক্ষিণভাগ ইউনিয়নের হরিপুর গ্রামের হতদরিদ্র সাজিদুর রহমানকে স্বনির্ভরতার লক্ষ্যে দোকান ও প্রয়োজনীয় মালামালসহ চাবী হস্তান্তর করেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহেদ, পৌরসভা কার্যালয়ের হিসাব রক্ষক আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উপজেলা সভাপতি মোহাম্মদ শাহজাহান, ব্যবসায়ী ফরাস উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, আমরা প্রবাসী সংগঠনের সদস্য সারওয়ার হোসাইন ও বাংলাদেশ প্রতিনিধি হেলাল আহমদ প্রমুখ।
এসময় পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী বলেন, ‘দেশ ও সমাজের কল্যাণে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা প্রবাসী মানবিক সংগঠনের মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত মানুষ অনেক উপকৃত হচ্ছে। এ পর্যন্ত উপজেলার কয়েকজনকে তাঁরা মালামালসহ টং দোকান, মুদি দোকান, সেলাই মেশিন, গৃহ পালিত পশু, ভ্যান, রিক্সা, সিএনজি চালিত অটোরিকশা প্রদান করে তাদের দৈনন্দিন আয়ের মাধ্যমে স্বনির্ভর করেছে। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই প্রশংসার দাবী রাখে। এছাড়াও প্রাকৃতিক দূর্যোগে মানুষের কল্যাণে তাঁরা প্রতিনিয়ত পাশে দাড়িয়েছে। তিনি আমরা প্রবাসী সংগঠনের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
আমরা প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী মোহাম্মদ জুয়েল আমিন মুঠোফোনে বলেন, পূর্বের ন্যায় সামাজিক সংগঠন আমরা প্রবাসী’র পক্ষ থেকে বড়লেখায় একজন ভাইকে একটি টং দোকান এবং দোকানের প্রয়োজনীয় মালামাল দেওয়ার মাধ্যমে স্বনির্ভর-২০ সম্পন্ন করেছি।
তিনি আরোও বলেন, ১০০ জনকে চাল,ডাল, তেল এগুলো দেওয়া থেকে নির্দিষ্ট একজনকে দৈনন্দিন আয়ের মাধ্যমে স্বনির্ভর করে দেওয়াটাই শ্রেয় তাই আমাদের এই উদ্যোগ।
তাছাড়া আমরা প্রবাসী’ স্বনির্ভর ছাড়াও বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান এবং রমজানে ফুড প্যাক উপহারসহ প্রতিনিয়ত আরোও বিভিন্ন সামাজিক, মানবিক কাজে অব্যাহত রয়েছি।