বড়লেখায় প্রবাসীদের সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসীদের সমন্বয়ে গঠিত আর্থ মানবতার সংগঠন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে সংগঠনের প্রবাসী সদস্যদের সম্মাননা ও কন্যাদায়গ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৫টায় পৌর শহরের জিম্মি রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সহ সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহীন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা মাষ্টার জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, টিম ফর কোভিড ডেথ বড়লেখা-জুড়ির প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিন, প্রবাসী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক সাংবাদিক আশফাক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, সহ প্রচার সম্পাদক এনাম উদ্দিন প্রমূখ।
এসময় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারতল গ্রামের পিতৃহীন এক মেয়ের বিয়েতে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এছাড়াও সংগঠনের সহ-সাধারণ সম্পাদক প্রবাসী নাছির উদ্দিন ও সহ-সাংগঠনিক সম্পাদক সিপার আহমদকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
পরে রাত ৭ ঘটিকায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিস বাজার সরিষা গ্রামের এক অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করে বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদ।