১ সপ্তাহ পর জগন্নাথপুরে বেইলি সেতু দিয়ে যান চলাচল শুরু

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও কাটাখাল সেতু ভেঙে যাওয়ার এক সপ্তাহ পর যানবাহন চলাচল শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টা দিকে সংস্কার কাজ শেষ করে সেতুটি যানবাহন চলাচলের জন্য খোলে দেওয়া হয়। ফলে রাজধানী ঢাকার সঙ্গে ওই সড়ক দিয়ে সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। তবে ওই সেতু দিয়ে ১০ টনের অধিক ওজনের পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) পাগলা-ছাতক সড়ক উপ-বিভাগের উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান বলেন, সেতুর সংস্কার কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য খোলে দেওয়া হয়েছে। সেতুটি পুরাতন হওয়া ১০ টনের বেশি ওজনের গাড়ি চলাচল সেতুর উভয় পাড়ে সতর্কীকরণ সাইনবোর্ড লাগানো আছে। নতুন সেতু নির্মাণ প্রক্রিয়া একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
উল্লেখ, গত ২২ আগস্ট নারায়ণগঞ্জ থেকে ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে একটি ট্রাক জগন্নাথপুরে আসার সময় সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও এলাকার কাটাখাল বেইলি সেতু পাড় হতে গিয়ে উত্তর অংশের অ্যাপ্রোচে অতিরিক্ত স্টিল দিয়ে তৈরি করা সেতু ভেঙে ট্রাকটি নদীর পানিতে তলিয়ে যায়। পরে দুই ঘন্টাব্যাপি উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ডুবন্ত ট্রাকের ভিতর থেকে চালক ওমর ফারুক ও তার সহযোগি জাকির হোসেন কলিন্সের মরদেহ উদ্ধার করে।তবে ট্রাকটি এখনও উদ্ধার হয়নি।
এদিকে, ঘটনার রাতেই অতিরিক্ত মালবোঝাই ট্রাক উঠে বেইলি সেতু ভেঙেছে এমন অভিযোগ এনে জগন্নাথপুর থানায় গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে ৩ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।