যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন সাবেরা আক্তার

মুহিত চৌধুরী
ভূমি মন্ত্রণালয়ের বাজেট ও অডিট শাখায় কর্মরত উপসচিব সাবেরা আক্তারসহ যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২২১ কর্মকর্তা।
সোমবার (৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন ২১৫ কর্মকর্তা। পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে তাদের পদায়ন করা হবে বলে জানা গেছে।
সাবেরা আক্তার দীর্ঘ দিন বিভিন্ন পদে সিলেটে কাজ করেছেন। সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন।তাঁর সততা কর্মদক্ষতায় সিলেটের মানুষ মুগ্ধ ছিলো। তিনি কখনও কোন অন্যায়ের সাথে আপোস করেননি।
সাবেরা আক্তার দীর্ঘদিন সিলেটের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি সিলেট সিটি কর্পোরেশনের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০১১ সালের ৭ সেপ্টম্বরে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে যোগ দেন সাবেরা আক্তার। এসময় তাঁর জীবনে নেমে আসে এক কঠিন পরিস্থিতি।
২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর হরতালের সময় মোটরসাইকেল আরোহী হয়ে দক্ষিণ সুরমায় কর্মস্থলে যাওয়ার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হন সাবেরা আক্তার। তিনি মাথার পেছনে আঘাত পান। অচেতন অবস্থায় তাঁকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর একটি এয়ারক্রাফটে করে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। পরে তাকে দেশের বাইরে পাঠানো হয়। দীর্ঘদিন দেশের বাইরে থেকে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফেরেন সাবেরা আক্তার।
এসময় জনপ্রশাসন মন্ত্রনালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাবেরা আক্তারকে পদোন্নতি দিয়ে সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। পরে তিনি সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে সাবেরা আক্তার- রাহমা এবং আরিবাহ দুই কন্যার গর্বিত মা। তাঁর স্বামী কবি মাজহার মোশাররফ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।