সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন
দৈনিকসিলেটডটকম
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা, র্যালি ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
সাদা ছড়ি হাতে ধরি স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি এ প্রতিপাদ্যে আজ রবিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য বেসরকারী কেন্দ্রের যৌথ উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুর রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, ক্যাব সিলেটের সভাপতি জামিল চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী আব্দুল জব্বার জলিল, সিলেট অনলাইন প্রেসক্রাবের সভাপতি মুহিত চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দিবসটির মূল লক্ষ্য হলো স্বাভাবিক জীবন ব্যবস্থা নিশ্চিতকরণে দৃষ্টির ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের শিক্ষা এবং পরবর্তী জীবনধারায় অর্থনৈতিক ও সামাজিক জীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণে জনসচেতনতা সৃষ্টি করা। তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা কখনও সমাজের বোঝা নয় এরা অনেক মেধাবী। এই সব মানুষেরা আর্ন্তজাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠির সুযোগ সুবিধা বাড়াতে বর্তমান সরকার খুবই আন্তরিক। ১৯৬৪ সাল থেকে পালিত হয়ে আসা এই দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘সাদা ছড়ি হাতে ধরি স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’ একজন সুনাগরিক হিসেবে তাই আমাদের সবার উচিত দৃষ্টির ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অবহেলা না করে চলাচলে সহায়তা করা।